ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

ভারতে গরু পাচারকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ভারতে গরু পাচারকারী সন্দেহে আকবর খান (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে৷শুক্রবার রাতে রাজস্থানের আলোয়ারে তাকে পিটিয়ে হত্যা করে স্বঘোষিত গোরক্ষকরা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ৷আটকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আকবরের বাবা৷

মৃত আকবর হরিয়ানার কোলগাঁওয়ের বাসিন্দা৷ পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে দুটি গরু নিয়ে গ্রামের দিকে ফিরছিলেন আকবর৷তখন তার সাথে একজন সঙ্গীও ছিলেন৷ সেই সময় কিছু যুবক তাদের পথ আটকায়৷ আকবর ও তাঁর সঙ্গীকে গরু পাচারকারী সন্দেহে পেটাতে শুরু করে৷ এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় আকবরের৷ আশঙ্কাজনক অবস্থা তার সঙ্গীকে হাসপাতালে ভর্তি করা হয়৷

ইতিমধ্যে এই ঘটনায় রাজনৈতিক রঙ লেগে গেছে৷ কংগ্রেস যথারীতি বিজেপির সরকারের উপর সব দায় চাপিয়েছে৷ রাজস্থানের কংগ্রেস নেতা শচিন পাইলট জানিয়েছেন, সন্দেহের বশে খুন বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিচিত ঘটনা৷ জবাবে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনে এনে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে দেন৷ জানান, দেশের ইতিহাসে ১৯৮৪ সালে শিখদের সঙ্গে যা হয়েছিল সেটাই সবচেয়ে বড় গণপিটুনির ঘটনা৷ ওদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ট্যুইট করে ঘটনার নিন্দা করেন৷ জানান, অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।

বিডি প্রতিদিন/২২ জুলাই ২০১৮/হিমেল



এই পাতার আরো খবর