ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

পানি চুরি, তদন্তে পুলিশ
অনলাইন ডেস্ক

কানাডায় আইসবার্গ থেকে আনা ৩০ হাজার লিটার মূল্যাবান পানি পোর্ট ইউনিয়ন শহরের একটি গুদাম থেকে চুরি হয়ে গেছে। চুরি যাওয়া ওই পানি উদ্ধারে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। 

চুরি যাওয়া এই পানির দাম ৯ থেকে ১২ হাজার কানাডীয় ডলার উল্লেখ করে দেশটির পুলিশ জানায়, বিশুদ্ধতার জন্য গ্রিনল্যান্ডের বরফের চাঁই থেকে সংগৃহীত আইসবার্গের পানির দাম অনেক বেশি। ভদকা, স্পিরিট, প্রশাধন সামগ্রী তৈরির জন্য এই পানি ব্যবহার করা হয়। বোতলজাত করেও এই পানি বিক্রি করা হয়। তবে এ ক্ষেত্রে এক কেস পানির দাম শত ডলারও ছাড়িয়ে যায়। পোর্ট ইউনিয়ন শহরের গুদামে থাকা পানি ভদকা তৈরির জন্য সংরক্ষিত ছিল। খবর-গার্ডিয়ানের। 

কেন্দ্রীয় পুলিশের কনস্টেবল অ্যান্ডি রেনউইক বলেছেন, ‘আমরা একটি ট্যাংকার ট্রাক অথবা একটি ট্রাক্টর ট্রেইলারের খোঁজ করছি।’

তবে আইসবার্গ পানি কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভবত স্থানান্তরের সময় এই পানি চুরি হয়েছে।

বিডি প্রতিদিন/ এনায়েত করিম



এই পাতার আরো খবর