ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

'বিদেশি ঘাঁটির প্রবল বিরোধী ইরাক সরকার'
অনলাইন ডেস্ক

ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফালিহ আল-ফাইয়াদ বলেছেন, দেশের ভেতরে যেকোনো ধরনের বিদেশি সামরিক ঘাঁটির বিরোধী বাগদাদ সরকার।

তিনি বলেন, আমরা কোনো বিদেশি সামরিক ঘাঁটি অথবা বিদেশি সেনা উপস্থিতি মেনে নেব না। তবে ইরাক সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের কারণে সামরিক উপদেষ্টা বা ইনস্ট্রাটক্টরদের উপস্থিতির বিষয়টি ব্যতিক্রম বলে গণ্য হবে।  

ফালিহ আল-ফাইয়াদ বলেন, সামরিক উদেষ্টারা চলমান দায়েশ-বিরোধী লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীকে লজিস্টিক ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা দিচ্ছে।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল-মাহদি মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহানকে বলেছেন, বাগদাদ সরকার নিজেদের ভূমিতে কোনো বিদেশি সেনার উপস্থিতি মেনে নেবে না। শুধু তাই নয়, বাইরের কোনো দেশের নির্দেশনাও কোনো গ্রহণ করবে না ইরাক সরকার।

বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত



এই পাতার আরো খবর