ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

বাণিজ্যিক প্লেনে প্রথম নারী পাইলট পেল সৌদি আরব
অনলাইন ডেস্ক

বাণিজ্যিক প্লেনে প্রথম নারী পাইলট পেল মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরব। বিমান চালানোর লাইসেন্স পাওয়ার ছয় বছর পর বাণিজ্যিক প্লেন চালানোর অনুমতি পেলেন ইয়াসমিন আল মাইমানি নামের এক নারী। খবর খালিজ টাইমের।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈমানিক হিসেবে জর্ডান থেকে যোগ্যতা অর্জন করার পর যুক্তরাষ্ট্রে ৩০০ ঘণ্টা বিমান উড়ানোর প্র্যাকটিস করেছেন ইয়াসমিন। পরে ২০১৩ সালে ইয়াসমিন তার মার্কিন বিমান চালানোর লাইসেন্সের সঙ্গে সৌদির বিমান চালানোর লাইসেন্স অদল-বদল করেন।

স্টেপফিডের খবরে বলা হয়েছে, ইয়াসমিন এখন নেসমা এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। এই এয়ারলাইন্সটি সৌদি ও মিশরের বিভিন্ন স্থানে ফ্লাইট পরিচালনা করে থাকে।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর