ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ধর্মযাজকদের বিয়ে নিয়ে সাবেক পোপ ষোড়শ বেনডিক্ট'র ক্ষোভ প্রকাশ
অনলাইন ডেস্ক
পোপ ষোড়শ বেনডিক্ট

২০১৩ সালে অবসর গ্রহণ করা পোপ ষোড়শ বেনডিক্ট ধর্মযাজকদের বিয়ে নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন। সাবেক এই পোপ জানান, ‘এই বিষয়ে আমি চুপ করে বসে থাকতে পারি না।

কার্ডিনাল রবার্ট সারা’র সঙ্গে যৌথভাবে প্রকাশিত এক বইতে খ্রিস্টীয় ধর্মযাজকদের বিয়ের প্রসঙ্গে কথা বলেন সাবেক এই পোপ। এই বইয়ে ধর্মযাজকদের বিয়ের বিরোধিতা করে বর্তমান পোপ ফ্রান্সিসকে সতর্কও করেছেন তিনি।

৯২ বছর বয়সী পোপ ষোড়শ বেনেডিক্ট বলেন, চার্চের শত শত বছরের ঐতিহ্য ধর্মযাজকদের বিয়ে না করার প্রথা। এর গুরুত্ব অনেক। এর কারণে ধর্মযাজকেরা নিজেদের কাজের প্রতি মনোযোগ দিতে পারেন।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ



এই পাতার আরো খবর