ঢাকা, রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

বৈরুতে বিধ্বংসী বিস্ফোরণে রাজনৈতিক নেতার মৃত্যু
অনলাইন ডেস্ক

বিধ্বংসী বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের রাজধানী বৈরুত। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে এই বিস্ফোরণে দেশটির রাজনৈতিক দল কাতায়েবের মহাসচিব নজর নাজারিয়ান মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবারের এ বিস্ফোরণে অন্তত ১০ জন প্রাণ হারায় বলে তাৎক্ষণিভাবে জানানো হয়। কাতায়েব রাজনৈতিক দলের মুখপাত্র আল আরবিয়া ইংলিশকে নিশ্চিত করেছেন যে তাদের মহাসচিব বৈরুত উপকণ্ঠ কাঁপানো বিস্ফোরণের সময় আহত হন এবং পরে মারা যান। বিস্ফোরণের সময় নজর নাজারিয়ান বৈরুতের পার্টির সদর দফতরে ছিলেন। বিস্ফোরণের কারণ এখনো সুনিশ্চিতভাবে জানা যায়নি।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অনেক ভিডিও অনুসারে একটি নয়, বিস্ফোরণ ঘটেছে দুটি। কিন্তু, কীসের থেকে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনও পরিষ্কার নয়। ২০০৫ সালে খুন হওয়া লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা মামলায় বিচারের রায় ঘোষণার ঠিক আগেই ঘটল এই বিস্ফোরণ। অনেকেই মনে করছেন দুই ঘটনা সম্পর্কিত।

সূত্র : আল আরাবিয়া।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর