ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভেনিসে ক্রুজশিপ নিষিদ্ধ!
অনলাইন ডেস্ক

ভেনিসের ঐতিহাসিক স্থানগুলো থেকে বড় বড় যাত্রীবাহী জাহাজ দূরে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইতালি। দেশটির মন্ত্রিসভার একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জার্মানি সংবাদ মাধ্যম ডয়েচভেলের বরাতে জান যায়, এই যাত্রীবাহী জাহাজ গুলো আসার ফলে যে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় তাতে ঐতিহাসিক লেগুন শহরের ভিত্তি নষ্ট হচ্ছে বলে দাবি করছেন সমালোচকরা। তারা আরও জানান সেন্ট মার্কস স্কয়ারের আকর্ষণীয় পর্যটন স্থান গুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।

বছরের পর বছর ধরে এই যাত্রীবাহী জাহাজের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন ভেনিসের বাসিন্দারা। ভেনিসের বাসিন্দারা অভিযোগ করে বলেন, এই বিশালাকৃতির জাহাজ গুলো তাদের বাস স্থানের ক্ষতি করছে তাই না তাদের শহরটির পর্যটন অর্থনীতিকেও ক্ষুণ্ণ করছে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর