ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খবর ডেনমার্কস রেডিও'র
ইউরোপীয় নেতাদের ওপর গোয়েন্দাগিরি করতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছিল ডেনমার্ক
অনলাইন ডেস্ক

জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মের্কেলসহ ইউরোপীয় নেতাদের ওপর গোয়েন্দাগিরি করতে ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সহায়তা করেছে ডেনমার্কের গোয়েন্দা সংস্থা। ডেনমার্কের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে। 

ড্যানিশ ব্রডকাস্টার ডেনমার্কস রেডিও দাবি করেছে, ডেনমার্কের গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইনটেলিজেন্স সার্ভিস যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থাকে জার্মানি, ফ্রান্স, সুইডেন, নরওয়ের ক্ষমতাধর ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহে সহযোগিতা করেছিল। ডেনমার্কের গোয়েন্দা সংস্থার সাহায্যে ড্যানিশ ইন্টারনেট ক্যাবল ট্যাপ করে এটা করা হয়েছিল। 

২০১৩ সালেও এমন অভিযোগ উঠেছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা মের্কেলের ফোন ট্যাপ করেছে - এমন তথ্য দিয়েছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস তখন সে অভিযোগ সরাসরি অস্বীকার করেনি। তবে তারা বলেছিল, মের্কেলের ফোন ট্যাপ হয়নি এবং ভবিষ্যতেও তা করা হবে না। 

সূত্র : বিবিসি

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর