ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইতিহাসের প্রথম মুসলিম ফেডারেল বিচারক নিয়োগ যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক
জাহিদ কুরাইশি

জাহিদ কুরাইশি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারক হিসেবে ফেডারেল বেঞ্চে গতকাল বৃহস্পতিবার নিয়োগ পেয়েছেন । গত মার্চে কুরাইশিসহ নারী, কৃষ্ণাঙ্গ এবং এশীয়-আমেরিকান নাগরিক নয়জন বিচারককে মনোনয়ন দেওয়া হয়েছিল। 

২০১৯ সালে নিউ জার্সির ম্যাজেস্ট্রেট হিসেবে নিয়োগ পান জাহিদ কুরাইশি। এছাড়াও সহকারী অ্যাটর্নি, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সহকারী কাউন্সেল এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর (ইউএস আর্মি জাজ অ্যাডভোকেট জেনারেল’স কর্পস) আইনজীবী হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেনাবাহিনীর হয়ে ২০০৪ ও ২০০৬ সালে ইরাকও সফর করেছেন তিনি। 

এ প্রসঙ্গে সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেন, ‘যুক্তরাষ্ট্রে ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্ম হলেও কখনই কোনো মুসলিম বিচারক ছিলেন না ফেডারেল বেঞ্চে। শুধু জনসংখ্যার দিক থেকেই নয়, পেশার ক্ষেত্রেও আমাদের বৈচিত্র বাড়াতে হবে। আমি জানি প্রেসিডেন্টও আমার সঙ্গে এ বিষয়ে একমত হবেন।’  সূত্র: রয়টার্স

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 



এই পাতার আরো খবর