ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

জি-৭ ভুক্ত দেশগুলোকে খোঁচা চীনের, ‘ছোট’ গ্রুপ বলে বিদ্রুপ
অনলাইন ডেস্ক

করোনা আবহেই দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়ালে চলছে জি-৭ সামিট। জি-৭ গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলোকে নিয়ে চলছে এই সামিট। তিনদিন ধরে হচ্ছে এই অনুষ্ঠান। এর আগে, আনুষ্ঠানিক জি-৭ সামিট বৈঠকে শুরু থেকেই বড় ঘোষণা হয়েছে। যদিও চীন জি-৭ এর শীর্ষ নেতাদের সতর্ক করে বলেছে, কয়েকটি দেশের ‘ছোট’ গ্রুপ দিয়ে বিশ্বের ভাগ্য নির্ধারণের দিন অনেক আগেই চলে গেছে।

আসন্ন সম্মেলনে চীনের বিরুদ্ধে একটি পরিকল্পনা পাস করতে যাচ্ছে জি-৭ ভুক্ত দেশগুলো। তারই প্রতিক্রিয়া জানাতে গিয়ে লন্ডনে নিযুক্ত চীনা দূতাবাস জানান, সেই সব দিন অনেক আগেই চলে গেছে যখন বৈশ্বিক সিদ্ধান্তগুলো ছোট ছোট দল দ্বারা নির্ধারিত হতো।

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পাল্টা প্রকল্প নিয়ে এসেছে জি-৭ দেশগুলো। তারই পাল্টা দিতে গিয়ে কড়া ভাষায় জি-৭ দেশগুলোকে নিয়ে বিদ্রুপ করলো চীন। ৭ উন্নত দেশের এই সংগঠনকে ‘ছোট’ গ্রুপের আখ্যা দিল বেইজিং। লন্ডনের চিনা দূতাবাসের মুখপাত্র বলেন, ওই দিন চলে গিয়েছে যখন বিশ্বনীতি ঠিক করত কয়েকটা দেশের ছোট গ্রুপ। সূত্র : টিভি নাইন।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর