ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাইক পেন্সের ভাষণের সময় দর্শকদের ‘প্রতারক’ সম্বোধন
অনলাইন ডেস্ক

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ভাষণের সময় ট্রাম্প সমর্থকরা তাকে ‘প্রতারক’ বলে সম্বোধন করেছেন। ফ্লোরিডায় রক্ষণশীলদের এক সম্মেলনে স্থানীয় সময় গত শুক্রবার (১৮ জুন) ২৮ মিনিটের ভাষণে তিনি এই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

‘ফেইথ এবং ফ্রিডম’ শীর্ষক সম্মেলনে তিনি মঞ্চে উঠলে দর্শকরা ‘প্রতারক’ বলে চিৎকার শুরু করলে  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পেন্স তার ভাষণ অব্যাহত রেখে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের অনেক নীতির সমালোচনা করেন এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন।

উল্লেখ্য, ট্রাম্পের নির্বাচন জালিয়াতির অভিযোগে পেন্সের সমর্থন না পাওয়ায় সমর্থকরা তার প্রতি চরম ক্ষুব্ধ হন। ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালান যাতে পাঁচ জনের মৃত্যু হয়। এরপর পেন্স ট্রাম্পের কাছ থেকে দূরে সরে যান। ট্রাম্প ২০ জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠানে অংশ না নিলেও পেন্স অংশ নিয়েছিলেন। এর ফলে দুই জনের মধ্যে বিরোধ আরও বাড়ে। সূত্র: বিবিসি

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 



এই পাতার আরো খবর