ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জাপানে কমিউটার ট্রেনে ছুরি হামলায় আহত ১০
অনলাইন ডেস্ক

জাপানের রাজধানী টোকিওতে এক ট্রেন যাত্রীর ছুরিকাঘাতে নারীসহ কমপক্ষে ১০ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ওই হামলাকারীকে গ্রেফতার করে।

৩৬ বছর বয়সী ওই হামলাকারী পুলিশকে জানিয়েছে, রাতে কমিউটার ট্রেনটিতে কয়েকজন মেয়ে গল্প ও হাসাহাসি করছিল। তাদের অনেক খুশি মনে হচ্ছিল। তাদের হাসিখুশি দেখে তার অনেক রাগ হয় এবং তাদের হত্যা করার সিদ্ধান্ত নিই। তারপর তাদের হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করি।

বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ওদাকিও ট্রেন লাইনের সেইজগাকুয়েন স্টেশনে ওই ছুরি হামলার ঘটনা ঘটে। এরপর ট্রেন চালক ভেতরে চিৎকার শুনে ট্রেন থামিয়ে দেয়। পরে আহতদের উদ্ধার করে রেলকর্মীরা হাসপাতালে নিয়ে যান।

হামলায় আহতদের মধ্যে এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

উল্লেখ্য, জাপানে এ ধরনের হামলার কথা শোনায় যায় না। এরপর সেখানে আবার সেখানে অলিম্পিকের আসর বসেছে। নিরাপত্তার চাঁদরে ঢাকা থাকলেও এই হামলায় বেশ উদ্বিগ্ন কর্তৃপক্ষ।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর