ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মুক্তি পাচ্ছেন স্যামসাং গ্রুপের প্রধান লি জে- ইয়ং
অনলাইন ডেস্ক
স্যামসাং গ্রুপের প্রধান লি জে- ইয়ং

আট মাস সাজা খাটার পর মুক্তি পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং গ্রুপের প্রধান লি জে- ইয়ং। সোমবার তার প্যারোল মঞ্জুর করা হয়। 

লির মোট আড়াই বছর জেল হয়েছিল। ২০১৮ সালে আপিল আপিল আদালতের মাধ্যমে মুক্তি পাওয়ার আগে এক বছর জেল খেটেছিলেন লি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৬০ ভাগ সাজা খাটায় তিনি এখন প্যারোলে মুক্তি পাওয়ার যোগ্য।  

জাপানি শাসনের অবসানের দিনটি ঘিরে বন্দী মুক্ত করা হয় দক্ষিণ কোরিয়ায়। সেই ঐতিহ্যের রীতি ধরেই মুক্তি পাচ্ছেন লি। তার বিরুদ্ধে অভিযোগ, ব্যবসায়িক সুবিধা পেতে তিনি দেশটির তৎকালীন প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে ঘুষ দিয়েছিলেন।

সূত্র : ফিন্যান্সিয়াল টাইমস

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর