ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

স্পেনের হ্রদে ভাসছে মৃত মাছ
অনলাইন ডেস্ক

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি লবণাক্ত হ্রদে টনে টনে মৃত মাছ ভেসে উঠেছে। স্থানীয় সরকার এই বিপুল সংখ্যক মাছ মারা যাওয়ার জন্য গরম আবহাওয়াকে দায়ী করেছে। 

দক্ষিণ মূর্শিয়ার মের মেনোর নামের হ্রদটিতে এতো মাছের মৃত্যুর ঘটনায় উদ্বেগে স্থানীয় বাসিন্দা এবং পরিবেশবিদরা।

এ ব্যাপারে প্রশাসন গরম আবহাওয়াকে দায়ী করলেও পরিবেশবিদরা বলছেন, কৃষিকাজের কারণে হওয়া দূষণে পানির গুণগত মান নষ্ট হয়ে হ্রদের মাছ প্রাণ হারাচ্ছে। পরিবেশ দূষণের কারণে ক্রমেই হ্রদটির অবস্থা অবনতির দিকে যাচ্ছে। বিভিন্ন পরিবেশবাদী সংস্থা থেকে মের মেনোর হ্রদকে দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণার দাবি উঠেছ। কেন্দ্রীয় সরকার বিষয়টি বিবেচনা করছে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর