ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খবর কেসিএনএ’র
এবার হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার
অনলাইন ডেস্ক

এবার উচ্চগতিসম্পন্ন হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষার দাবি করল উত্তর কোরিয়া। নতুন এই মিসাইলের নাম হাওয়াসং-৮।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির জাগং প্রদেশ থেকে মিসাইলটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। 

বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

সম্প্রতি একের পর এক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। সবশেষ ছোড়া এ মিসাইলটি দেশটির জন্য ‘কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ’ বলে জানিয়েছে কেসিএনএ।

প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক যেমনটি চাওয়া হয়েছিল, মিসাইলটি উৎক্ষেপণের পর সে চাহিদার সবটুকুই পূরণ হয়েছে।

উল্লেখ্য, হাইপারসনিক মিসাইল একটি অত্যাধুনিক সংস্করণ। সাধারণ মিসাইলের চেয়ে এটি অনেক বেশি গতিসম্পন্ন। এ কারণে প্রচলিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় এটি মোকাবিলা করা বেশ কঠিন। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর