ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শীর্ষ পদে কিমের বোন
অনলাইন ডেস্ক
কিম ইয়ো জং (ফাইল ছবি)

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং সরকারের শীর্ষ পদে নিয়োগ পেয়েছেন। দীর্ঘদিন কিমের উপদেষ্টা হিসেবে কাজ করার পরে স্টেট অ্যাফেয়ার্স কমিশনের দায়িত্ব পেলেন কিম ইয়ো জং। 

উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি সম্প্রতি দেশটির শীর্ষ পদে বেশ কিছু পরিবর্তন আনে, যার অংশ হিসেবে কিম ইয়ো জং এই পদোন্নতি লাভ করলেন।

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য নিশ্চিত করেছে। 

এদিকে, স্টেট অ্যাফেয়ার্স কমিশন সংস্কারের অংশ হিসেবে নয়জন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে কমিশনের সহসভাপতি পাক পং জু এবং জ্যেষ্ঠ নারী কূটনীতিক চো সন হুই রয়েছেন। চো সন হুই উত্তর কোরিয়ার শীর্ষ পদে থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর