ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৭২ ঘণ্টার মধ্যে জাতিসংঘের সাত কর্মকর্তাকে বেরিয়ে যেতে নির্দেশ ইথিওপিয়ার
অনলাইন ডেস্ক

ইথিওপিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে জাতিসংঘের সাত কর্মকর্তাকে ৭২ ঘণ্টার মধ্যে দেশটি থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের ওই সাত কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ইথিওপিয়া সরকার। 

এক টুইটে ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনওসিএইচএ’র জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সাত জনকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হচ্ছে। 

জানা যায়, বরখাস্তদের মধ্যে পাঁচজনই ওসিএইচএ’র। ষষ্ঠজন ইউনিসেফের। আর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এক কর্মকর্তাও বরখাস্তের তালিকায় আছেন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এমন সিদ্ধান্তে এক বিবৃতিতে বলেন, আমরা ইথিওপীয় সরকারের সঙ্গে কাজ করছি। জাতিসংঘের কর্মীদের কাজ করার সুযোগ দেওয়া হবে বলে প্রত্যাশা করছি।

বিডি প্রতিদিন/এ মজুমদার 



এই পাতার আরো খবর