ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দ্য গার্ডিয়ানের খবর
টাইগ্রে বিদ্রোহীদের ঠেকাতে ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি
অনলাইন ডেস্ক

পূর্ব আফ্রিকার দারিদ্রপীড়িত দেশ ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। মূলত টাইগ্রে বিদ্রোহীদের ঠেকাতে দেশটি এই জরুরি অবস্থা জারি করা হয়। 

এর আগে উত্তরের টাইগ্রে অঞ্চলের বিদ্রোহীরা রাজধানী আদ্দিস আবাবা দখলে অগ্রসর হতে শুরু করেন। তারা জানান, ইথিওপিয়ার উত্তরাঞ্চলের আরও কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং এখন রাজধানী আদ্দিস আবাবা অভিমুখে অগ্রসরের চিন্তা-ভাবনা করছেন।

এদিকে এ ঘটনার পরে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ উত্তরাঞ্চলের বিদ্রোহীগোষ্ঠী টাইগ্রে পিউপিল’স লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) সদস্যদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে দেশের নাগরিকদের প্রতি অনুরোধ করেন।

এর আগে গতকাল মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ বাসিন্দাদের অস্ত্র নিবন্ধন এবং তাদের নিজ নিজ এলাকা রক্ষার জন্য প্রস্তুতি নিতে বলেছিল। গত কয়েক দিনে টিপিএলএফ বেশ কয়েকটি শহর দখলের দাবি করার পর জরুরি অবস্থা জারির এই ঘোষণা এল।

টিপিএলএফ বলছে, বর্তমানে তারা রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দক্ষিণের এক শহরের দখল নিয়েছে। এখন তারা রাজধানী অভিমুখে অগ্রসর হওয়ার কথা ভাবছে।

উল্লেখ্য, টাইগ্রে অঞ্চলে এক বছরের বেশি সময় ধরে সরকারি বাহিনীর সাথে টিপিএলএফ বিদ্রোহীদের সংঘাত চলছে। যুক্তরাষ্ট্র এই সংঘাতে উভয়পক্ষের প্রতি অস্ত্রবিরতির আহ্বান জানালেও তাতে সাড়া মেলেনি। যে কারণে সেখানে মানবিক সংকট তৈরি হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর