ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

'অবশ্যই আমি মেশিন নই, মানুষ'
অনলাইন ডেস্ক

আঙ্গেলা মেরকেল প্রায় ১৬ বছর চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন জার্মানিতে। আর কয়েক দিন পর নতুন চ্যান্সেলর দায়িত্ব নেবেন। ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন তিনি।

অক্টোবরে শেষবারের মতো ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে অংশ নেন মেরকেল। সেখানে তাকে ‘কম্প্রোমাইজ মেশিন’ নাম দেওয়া হয়েছিল। এ বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমি মেশিন নই, আমি মানুষ। ’

দায়িত্ব পালন করতে গিয়ে কোন কোন সময় বড় সমস্যায় পড়েছিলেন জানতে চাইলে মেরকেল বলেন, ‘দুটি ঘটনা আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং মনে হয়েছে। প্রথম (২০১৫ সালে) অনেক বেশি শরণার্থীর আগমন, যেটাকে আমি আসলে ‘সংকট’ নামে ডাকতে পছন্দ করি না- কারণ মানুষ মানুষই। আর দ্বিতীয়টি হচ্ছে করোনা মহামারি'।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর