ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চার্চের যৌন কেলেঙ্কারি ফাঁসে সাংবাদিকদের প্রশংসায় পোপ
অনলাইন ডেস্ক
পোপ ফ্রান্সিস। ফাইল ছবি

রোমান ক্যাথলিক চার্চের যৌন নির্যাতনের কেলেঙ্কারির তথ্য ফাঁস করায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন পোপ ফ্রান্সিস। পাশাপাশি প্রশংসা করে তিনি বলেছেন, ‘অনলাইনের মিথ্যা ঘটনার বাইরে গিয়ে এভাবে ঘটনার মূল উৎস বের করাই সংবাদকর্মীদের মিশন হওয়া উচিত।’

দীর্ঘ কর্মজীবনে ভ্যাটিকানে দায়িত্ব পালনের জন্য দুই প্রবীণ সাংবাদিক রয়টার্সের ফিলিপ পুলেল্লা এবং মেক্সিকোর নোটিসিয়েরোস টেলিভিসার ভ্যালেন্টিনা আলাজরাকিকে সম্মানিত করার অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন পোপ। এতে তিনি বলেন, ‘চার্চে কী ভুল আছে, চার্চের বিভিন্ন প্রান্তে যা হচ্ছে তা উদঘাটনের জন্য এবং ভিকটিমদের যেভাবে কথা বলার সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ।’

২০০২ সালে প্রথমবারের মতো মার্কিন দৈনিক দ্য বোস্টন গ্লোব পত্রিকায় চার্চের এসব অপকর্মের ব্যাপারে একটি সিরিজ নিবন্ধ প্রকাশ হয়েছিল। যেখানে পাদ্রীদের দ্বারা অপ্রাপ্তবয়স্কদের নির্যাতন, নির্যাতনের ধরন এবং এসব বিষয় লুকিয়ে রাখার বিষয়টি প্রকাশ করা হয়। এরপর থেকে বিভিন্ন সময় চার্চের বিভিন্ন অপকর্মের কথা সংবাদমাধ্যমে আসতে থাকে। সম্প্রতি ফ্রান্সে একটি তদন্তে পাওয়া যায়, ফরাসি খ্রিস্টান ধর্মগুরুরা গত ৭০ বছরে ২ লাখের বেশি যৌন নির্যাতন ঘটিয়েছেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 



এই পাতার আরো খবর