ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বে প্রথম
ডিজিটালাইজড দুবাই: প্রশাসনের শতভাগ কার্যক্রম কাগজবিহীন
অনলাইন ডেস্ক

বিশ্বের প্রথম সরকারি প্রশাসন হিসেবে দুবাই শতভাগ কাগজবিহীন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এ ঘোষণা দিয়েছেন।

সেখানে সরকারি প্রশাসনের সব কার্যক্রম ডিজিটালাইজ করায় ১.৩ বিলিয়ন দিরহাম ও ১৪ মিলিয়ন মানব কর্মঘণ্টা বেঁচে যাবে বলে দাবি করেছেন ক্রাউন প্রিন্স। রয়টার্সের বরাত দিয়ে এনডিটিভি আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

দুবাই সরকারের সব অভ্যন্তরীণ ও বাহ্যিক লেনদেন ও কার্যক্রম এখন ডিজিটালাইজ করে ফেলা হয়েছে। সমন্বিত ডিজিটাল সরকারি সেবা প্ল্যাটফর্ম থেকে সবকিছু ব্যবস্থাপনা করা হচ্ছে। 

শনিবার এক বিবৃতিতে ক্রাউন প্রিন্স বলেন, ‌‘সব ক্ষেত্রকে ডিজিটালাইজ করার ক্ষেত্রে দুবাইয়ের এই অর্জন একটা শুরু, পরিবর্তনের এই অগ্রযাত্রার মূলে রয়েছে সৃজনশীলতা, সৃষ্টি ও ভবিষ্যতের ভাবনা।” 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর