ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কিশোরীকে ১৩২ বার যৌন নিপীড়ন, ‘ধর্মগুরু’র কারাদণ্ড
অনলাইন ডেস্ক
এক কিশোরীকে ১৪ বছর আটকে রেখে যৌন নিপীড়ন করার দায়ে ডাচ এক ধর্মগুরুর শাস্তি হয়েছে

এক কিশোরীকে ১৪ বছর আটকে রেখে যৌন নিপীড়ন করার দায়ে ডাচ এক ধর্মগুরুর শাস্তি হয়েছে। তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন জার্মানির আদালত।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম রবার্ট বি। ৫৯ বছর বয়সী এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৬ থেকে ২০২০ সাল পর্যন্ত এক নারীকে আটকে রেখে তার ওপর অন্তত ১৩২ বার যৌন নিপীড়ন চালিয়েছেন। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের সীমান্তসংলগ্ন ক্লেভ শহরের আদালত রবার্ট বি.-কে ৫ বছরের কারাদণ্ড দেন।

২০২০ সালে নেদারল্যান্ডস সংলগ্ন আরেক শহরে অভিযান চালিয়ে টানা ১৪ বছর যৌন নিপীড়নের শিকার হওয়া ওই নারীকে উদ্ধার করে জার্মান পুলিশ। এক উপাসনালয়ে আটক অবস্থায় পাওয়া যায় তাকে। সেই অভিযানেই কথিত ধর্মগুরু রবার্ট বি. গ্রেফতার হন। তার ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস’ ধর্মের ৫৪ জন অনুসারীও তখন সেই উপাসনালয়ে ছিলেন। ৫৪ জন অনুসারীর মধ্যে ১০ জন শিশু। জানা গেছে, রবার্ট বি. কথিত ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস'-এর সব অনুসারীর কাছে নিজেকে ‘নবী’ দাবি করতেন।

রবার্ট বি. অবশ্য যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ভুক্তভোগী নারী ঈশ্বরের দর্শন পেয়েছিলেন এবং সে-কারণে স্বেচ্ছায়ই তিনি নির্জনতাকে বরণ করেছিলেন। তার আইনজীবী জানিয়েছেন, ক্লেভের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

সূত্র : ডয়চে ভেলে, এএফপি 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

  

 

 

 

   



এই পাতার আরো খবর