ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কাজাখাস্তানে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে দাঙ্গা, ১৮ পুলিশ নিহত, আহত ৭০০’র বেশি
অনলাইন ডেস্ক
কাজাখাস্তানে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে দাঙ্গা, ১৮ পুলিশ নিহত, আহত ৭০০’র বেশি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল  হয়ে উঠেছে কাজাখাস্তান। সারাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে দাঙ্গা। এরই মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৮ পুলিশ সদস্য নিহত হয়েছে। এই দাঙ্গায় সাতশ’র বেশি আহত হয়েছে বলেও জানা গেছে।

কাজাখাস্তানে আকস্মিকভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। তবে সরকারের পদত্যাগের পরেও বিক্ষোভকারীরা দাঙ্গা অব্যাহত রেখেছে।

দাঙ্গা থামানোর জন্য কাজাখাস্তানের সবচেয়ে বড় শহর আলমাতিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তা সত্ত্বেও দাঙ্গাকারীরা শহরে মেয়রের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় এবং অন্যান্য দপ্তরে হামলা চালায়। অন্য প্রদেশগুলোতেও একইভাবে সহিংসতা চলছে। এরইমধ্যে পুলিশ দুই হাজারের বেশি বিক্ষোভকারী আটক করেছে।  সূত্র: সিজিটিএন নিউজ

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর