ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অস্ত্রের বদলে হেলমেট দিতে চায় জার্মানি, বিস্ময়ে বাক্যহারা ইউক্রেন!
অনলাইন ডেস্ক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বড় ধরনের হামলার দ্বারপ্রান্তে ইউক্রেন। রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে তাদের প্রয়োজন সাহায্য। আর এমন দুঃসময়ে ইউক্রেনের পাশে এগিয়ে এসেছে ইউরোপের দেশ জার্মানি। বুধবার ইউক্রেনকে পাঁচ হাজার হেলমেট দিয়ে সহায়তা করার প্রস্তাব দিয়েছে দেশটি।

প্রসঙ্গত, জার্মানি ইউক্রেনকে কোনো অস্ত্র সহায়তা দেবে না তা আগেই জানিয়েছে। কারণ জার্মানির শঙ্কা এতে করে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিধি বাড়বে। 

কিন্তু জার্মানির এই প্রস্তাবে বেশ হতাশ হয়েছে ইউক্রেন। দেশটির রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, তারা জার্মানির প্রস্তাবে বাকরুদ্ধ। তিনি বলেন, জার্মানি বুঝতেই পারছে না আমরা আধুনিক অস্ত্রে সজ্জিত রাশিয়ার সঙ্গে লড়তে যাচ্ছি, যারা যে কোনো সময় ইউক্রেন আক্রমণ করবে। 

তিনি আরও বলেন, জার্মানির পাঁচ হাজার হেলমেট পাঠানোর প্রস্তাব আমাদের সঙ্গে তামাশা করার। হেলেমেটের পর জার্মানি কি পাঠাবে? বালিশ!

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর