ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঘাতক হাঙর না ধরেই সৈকত খুলে দিলো সিডনি
অনলাইন ডেস্ক
হাঙরে আক্রমণে মারা যাওয়া সিমন নেলিস্ট

দুই দিন বন্ধ থাকার পর অস্ট্রেলিয়ার সিডনি রাজ্যের সমুদ্র সৈকত খুলে দেয়া হয়েছে। বুধবার সাদা হাঙরের আক্রমণে এক সাঁতারু মারা যাওয়ার পর কোনো রকম ঝুঁকি না নিয়েই সব সমুদ্র সৈকতে নামা ও সাঁতার কাটা নিষিদ্ধ করে সিডনি প্রশাসন। অভিযানে নামে সমু্দ্র নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে স্পিড বোটের পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোনও ব্যবহার করা হয়।

তবে ভিডিও ফুটেজে দেখা ঘাতক সাদা হাঙরটিকে শনাক্ত করতে পারেনি প্রশাসন। সৈকত খুলে দিলেও তাই সতর্ক অবস্থানে থাকছে নিরাপত্তা বাহিনী।

বুধবার পশ্চিম সিডনির একটি সৈকতে সাঁতার কাটতে নামেন সাঁতারু সিমন নেলিস্ট। সেসময় তার ওপর হাঙরটি হামলে পড়ে। যেটা ছিলো গেলো ষাট বছরে সিডনিতে হাঙরের আক্রমণের সবচেয়ে ভয়াবহ ঘটনা। 

সিডনির রাজ্য সরকার জানিয়েছিল, হাঙর বিশেষজ্ঞরা নানা দিক পর্যালোচনা করে বলেছেন এটা একটি সাদা হাঙর। ফুটেজ দেখে বোঝা গেছে যার দৈর্ঘ্য কমপক্ষে তিন মিটার হবে।

বিডি প্রতিদিন/নাজমুল 



এই পাতার আরো খবর