ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যুদ্ধাবস্থার মধ্যেই রাশিয়ায় গেলেন ইমরান খান
অনলাইন ডেস্ক
যুদ্ধাবস্থার মধ্যেই রাশিয়ায় গেলেন ইমরান খান

ইউক্রেন সংকটের এই সময়ে রাশিয়া সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার তিনি মস্কো পোঁছান। দীর্ঘদিন ধরে আলোচনা চলতে থাকা কোটি কোটি ডলারের গ্যাস পাইপলাইন নির্মাণের কাজ শুরুর বিষয়ে আলোচনা করতে তার এই সফর। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের।

খবরে বলা হয়েছে, মস্কোয় পৌঁছালে ইমরান খানকে স্বাগত জানান রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইগর মরগুলভ। তাকে গার্ড অব অনারও দেওয়া হয়।

রুশ কোম্পানির সহযোগিতায় পাকিস্তানের ওই গ্যাস পাইপলাইনের কাজ করার কথা। ইমরান খান মস্কোতে দুইদিন অবস্থান করবেন। তার এ সফর পূর্বনির্ধারিত ছিল। এর মাঝেই ইউক্রেইনের সঙ্গে রাশিয়ার যুদ্ধাবস্থা তৈরি হয়েছে।

সফরকালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইমরান খানের বৈঠক করার কথা রয়েছে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর