ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিবিসির প্রতিবেদন
পরবর্তী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ: জেলেনস্কি
অনলাইন ডেস্ক

পরবর্তী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠবে। দেশটির স্থানীয় সময় আজ সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেছেন। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

জেলেনস্কি বলেন, 'আমার বিশ্বাস পরবর্তী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ সময়।' ব্রিটিশ সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ফোনালাপে বরিস জনসন রুশ আগ্রাসনের সময় জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেন। 

এ সময় জনসন জানান, যুক্তরাজ্য এবং তাদের মিত্রদের কাছ থেকে ইউক্রেনে প্রতিরক্ষা সহায়তা পাঠানো নিশ্চিত করতে সর্বোচ্চ সহায়তা করা হবে। 

উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়।

সূত্র: বিবিসি। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর