ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রয়টার্সের প্রতিবেদন
‘১০ হাজার ডলারের বেশি নিয়ে রাশিয়া ছাড়া যাবে না’
অনলাইন ডেস্ক

ইউক্রেনে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোর থেকে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার নাগরিকরা এখন থেকে ১০ হাজার মার্কিন ডলারের বেশি অর্থ নিয়ে দেশ ছাড়তে পারবেন না। মঙ্গলবার এক ডিক্রি জারি করে এ ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার থেকেই এ নির্দেশনা কার্যকর হয়েছে।

রাশিয়ার ইউক্রেনে হামলার জবাবে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর এমন সিদ্ধান্ত এল।  

এদিকে, উক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের পতন হয়েছে রুশ সেনাদের হাতে। স্থানীয় সময় বুধবার ভোর ৬টায় পতন হয় খারকিভের।

সূত্র: রয়টার্স

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর