ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডেইলি মেইলের প্রতিবেদন
যুক্তরাজ্যের আকাশসীমায় রুশ বিমান ঢুকলে তা ফৌজদারি অপরাধ
অনলাইন ডেস্ক

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তির দেশ রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেনে। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। 

এমন পরিস্থিতিতে রাশিয়ান বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্য। এক বিবৃতিতে দেশটির পরিবহন সচিব গ্রান্ট শ্যাপস বলেছেন, যেকোনো রাশিয়ান বিমানের জন্য এখন যুক্তরাজ্যের আকাশসীমায় প্রবেশ করা ফৌজদারি অপরাধ বলে বিবেচিত হবে।

এক টুইট বার্তায় গ্রান্ট শ্যাপস বলেন, ‘হাজার হাজার নিরপরাধ মানুষ মারা যাচ্ছে। তাই সময় এসেছে পুতিন ও তার মিত্রদের স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাওয়ার ক্ষমতাকে দম বন্ধ করে আটকে দেওয়ার।’

যুক্তরাজ্যের সব এয়ারপোর্ট এবং এয়ারফিল্ড এর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেটিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের নির্দেশ দিয়ে শ্যাপস বলেছেন, ‘যদি মনে হয় যে, এটি রাশিয়ান বিমান। তখন সেটি যেন কোনো এয়ারক্রাফটে প্রবেশ করতে না পারে।’

সূত্র: ডেইলি মেইল

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর