ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিবিসির প্রতিবেদন
মারিওপোলে মৃতের সংখ্যা ১২০৭; দাবি উপ-মেয়রের
অনলাইন ডেস্ক

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।

ইতোমধ্যে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিওপোলে ফের বোমাবর্ষণ শুরু হয়েছে। রুশ বাহিনী নগরীর কেন্দ্রস্থলে, এমনকী আবাসিক এলাকাতেও বৃষ্টির মতো বোমা ফেলছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

রুশ সেনারা কয়েকদিন ধরে শহরটি ঘিরে রেখে সেখানে আক্রমণ চালাচ্ছে। ফলে সেখানে বিদ্যুৎ, পানি ও খাবারের সংকট তৈরি হয়েছে।

মারিওপোলের উপ-মেয়র বলেছেন, শহরটিতে মোট কত মানুষ মারা গেছে তা তিনি জনেন না। তবে সর্বসাম্প্রতিক মৃতের সংখ্যা ১,২০৭ জন।

বিবিসি-কে উপ-মেয়র সের্গেই ওরলভ বলেন, “এগুলো কেবল মৃতদেহ। আমরা রাস্তা থেকে এগুলো সংগ্রহ করেছি”। 

তিনি বলেন, নগরীর বাইরের কবরস্থানগুলোতে যাওয়া সম্ভব না হওয়ায় ৪৭টি মৃতদেহ গণকবর দেওয়া হয়েছে। তাদের সবার পরিচয়ও পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর