ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিবিসির প্রতিবেদন
রুবলে আপত্তি থাকলে গ্যাস বিক্রির চুক্তি বাতিল: পুতিন
অনলাইন ডেস্ক

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর রাশিয়ার ওপর ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্র ব্যাপক অবরোধ আরোপ করে। কিন্তু গৃহস্থালির কাজ ও বিদ্যুৎ উৎপাদনে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল ইউরোপ। ইউরোপের পুরো গ্যাস ব্যবহারের ৪০ শতাংশই আসে রাশিয়া থেকে।

এমন পরিস্থিতিতে গ্যাস নিয়ে নতুন নির্দেশ (ডিক্রি) জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ডিক্রিতে বলা হয়েছে, অবন্ধু দেশগুলোকে অবশ্যই রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে। অন্যথায় চুক্তি বাতিল করা হবে।

বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, ‘গ্যাস বিক্রি বিষয়ক নতুন নিয়ম আজ চুড়ান্ত করা হয়েছে। এ বিষয়ক একটি ডিক্রিতে আমি স্বাক্ষর করেছি। এটা খুবই সহজ একটি নিয়ম। যে কোনো রুশ ব্যাংকে একটি রুবল অ্যাকাউন্ট খুলুন এবং সেই অ্যাকাউন্টে গ্যাসের মূল্য পরিশোধ করুন। ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে।’

‘যদি কোনো দেশ এই নিয়ম না মানে, সেক্ষেত্রে এটি ত্রুটি হিসেবে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দেশকে তার পরিণতি ভুগতে হবে। আমরা (গ্যাস বিক্রির) চুক্তি বাতিল করতে বাধ্য হবো। এই পৃথিবীতে কোনো কিছুই বিনা পয়সায় পাওয়া যায় না এবং আমরা এখনে কোনো দানপত্র খুলে বসিনি।’

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর