ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বুচা শহরের দৃশ্য প্রসঙ্গে জেলেনস্কি বললেন, এটা গণহত্যা
অনলাইন ডেস্ক

বুচা শহরে বেসামরিক নাগরিকদের লাশের ছবি প্রকাশ্যে আসার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এটাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। খবর সিএনএনের। 

রোববার যুক্তরাষ্ট্রের সিবিসি নিউজের সাংবাদিক জেলেনস্কির কাছে প্রশ্ন করেন, ইউক্রেনে রাশিয়া গণহত্যা চালাচ্ছে কিনা। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই। এটা গণহত্যা।

ভলোদিমির জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার এটা সমগ্র জাতি এবং মানুষকে নির্মূল করার উদাহরণ। 

তিনি বলেন, আমরা ইউক্রেনের নাগরিক। এখানে ১০০টির বেশি দেশের মানুষ বসবাস করে। রাশিয়ার কর্মকাণ্ড সকল জাতীয়তার মানুষের ধ্বংস এবং নিধনের নমুনা।

উল্লেখ্য, ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে অবস্থিত বুচা শহরে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা রাস্তায় লাশ পড়ে থাকতে দেখেছেন। কোনো কোনো লাশের হাত-পা বাঁধা। পশ্চিমারা এই ঘটনাকে রুশ সেনাদের যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর