ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মিসাইলের নামে সন্তানের নাম রাখছে ইউক্রেনীয়রা: বিবিসি
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

রাশিয়ার সেনা অভিযানের কোণঠাসা ইউক্রেনীয়দের কাছে পাল্টা প্রতিরোধ ব্যবস্থার আরেক নাম ক্ষেপণাস্ত্র। যুদ্ধ যেমন মৃত্যুকে কাছে টানছে, তেমন জন্মধারাও অব্যাহত আছে প্রকৃতির আপন নিয়মে। তাই সদ্য জন্মানো শিশুদের নামকরণেও প্রতিরোধের হাতিয়ার মিসাইলের নামকেই বেছে নিচ্ছেন দু’য়েক জন ইউক্রেনীয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনীয় এক পুত্র সন্তানের নাম রাখা হয়েছে ইয়ান জ্যাভেলিন, এক কন্যা শিশুর নাম রাখা হয়েছে শুধু জ্যাভেলিন।

রাশিয়ার সেনাদের রুখতে জ্যাভেলিন অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল নামে শক্তিশালী একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেনীয় বাহিনী। এই ক্ষেপণাস্ত্রগুলো মূলত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও এস্তোনিয়া থেকে ইউক্রেনে পাঠানো হয়েছে।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর