ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

রয়টার্সের প্রতিবেদন
এবার বুচা ‘গণহত্যা’ তদন্তের ঘোষণা রাশিয়ার
অনলাইন ডেস্ক

বুচা শহরে রাশিয়ার সেনাদের নির্যাতন ও হত্যার শিকার হয়েছে তিন শতাধিক মানুষ, যেখানে রাশিয়ার যুদ্ধাপরাধের প্রমাণ স্পষ্টভাবে পাওয়া গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে, বুচায় গণহত্যার বিষয়টি তদন্তের ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ অনুসন্ধানী কমিটির প্রধান আলেক্সান্দার বাসত্রাইকিন এই নির্দেশ দিয়েছেন বলে রবিবার এক বিবৃতিতে জানিয়েছে কমিটি।

কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকে দেশটি ইচ্ছাকৃতভাবে রুশ বাহিনীর বিরুদ্ধে মিথ্যে ও মনগড়া বিভিন্ন তথ্য ছড়িয়ে যাচ্ছে। সাম্প্রতিক গণহত্যার তথ্যটিও এ রকম মনগড়া কিনা— তা যাচাই করাই এই তদন্তের মূল উদ্দেশ্য।

তদন্তে যদি এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, সেক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে রাশিয়ার অনুসন্ধানী কমিটির বিবৃতিতে।

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর