ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রেলস্টেশনে হামলা আরও একটি যুদ্ধাপরাধের ঘটনা: জেলেনস্কি
অনলাইন ডেস্ক

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। ফলে রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা এবং চেরনিহিভ থেকে পিছু হঁটতে বাধ্য হয় রুশ বাহিনী।

এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোর্স্ক শহরের রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা ‘রাশিয়ার আরও একটি যুদ্ধাপরাধের ঘটনা’। শুক্রবার রাতে ফেসবুকে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

জেলেনস্কি অনুরোধ জানান, রাশিয়াকে যেন এ হামলার জন্য জবাবদিহিতার আওতায় আনা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বুচায় গণহত্যা ও রাশিয়ার অন্য অনেক যুদ্ধাপরাধের মতো ক্রামাতোর্স্ক রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়েও মামলা হতে হবে। জবাবদিহিতা অনিবার্য।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর