ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাশিয়া কাউকে ছাড়বে না, ইউরোপকে জেলেনস্কির হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

রাশিয়ার আগ্রাসন কেবল ইউক্রেনে সীমাবদ্ধ থাকবে না, গোটা ইউরোপই এর লক্ষ্যবস্তু। শনিবার রাতের ভাষণে এমন হুঁশিয়ারিই দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তাই রাশিয়ার আগ্রাসন থামাতে আরও বেশি নিষেধাজ্ঞা দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছে জেলেনস্কি। এছাড়াও ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

জেলেনস্কির দাবি, রাশিয়ার সেনাদের বিপর্যয়কর কাজে লাগানো হচ্ছে, তারা অবধারিতভাবেই সবাইকে আঘাত করবে। 

একই ভাষণে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার সাথে কঠিন যুদ্ধের জন্য প্রস্তুত আছে ইউক্রেন। তিনি বলেন, ‘এটা হবে কঠিন যুদ্ধ, আমার বিশ্বাস এই যুদ্ধে আমাদেরই জয় হবে।’

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর