ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিবিসির প্রতিবেদন
রাশিয়া ‘কাপুরুষোচিত’ ভুল স্বীকার করতে ভয় পাচ্ছে : জেলেনস্কি
অনলাইন ডেস্ক

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। ফলে রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা এবং চেরনিহিভ থেকে পিছু হঁটতে বাধ্য হয় রুশ বাহিনী।

এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর দেশ আক্রমণকারী রুশ বাহিনীর বিরুদ্ধে আবারও নির্যাতন ও কাপুরুষতার অভিযোগ তুলেছেন। রবিবার রাতে ফেসবুকে দেওয়া ভাষণে তিনি এ অভিযোগ করেন। খবর বিবিসির।

জেলেনস্কি তাঁর ভাষণে ইউক্রেনের নাগরিকদের রাশিয়ার বড় ধরনের অভিযান মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের দেশের পূর্বাঞ্চলে আরও বড় অভিযান’ চালাবে রাশিয়া।

জেলেনস্কি আরও বলেন, ‘তারা (রুশ বাহিনী) আমাদের বিরুদ্ধে আরও বেশি ক্ষেপণাস্ত্র, এমনকি আরও বেশি যুদ্ধবিমানবাহী বোমার ব্যবহার করতে পারে। তবে, আমরা তাদের কর্মকাণ্ডের (জবাব দেওয়ার) প্রস্তুতি নিচ্ছি। জবাব আমরা দেবই।’

ইউক্রেনের নিজেদের সামরিক হামলায় সে দেশজুড়ে বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে—এমন রুশ দাবি খারিজ করে জেলেনস্কি এসব দাবি রাশিয়ার দুর্বলতার লক্ষণ বলে অভিহিত করেন।

জেলেনস্কি বলেন, ‘বুচায় হত্যাকাণ্ডের বিষয়ে তারা বলে যে, এসব তারা করেনি, আমরা না-কি করেছি। কেন এমন বলে তারা জানেন? কারণ, এটি (তাদের) কাপুরুষতা।’

‘তারা স্বীকার করতে ভয় পাচ্ছে যে, ইউক্রেনের বিষয়ে রাশিয়ার গোটা নীতি কয়েক দশক ধরেই ভুল ছিল’, যোগ করেন জেলেনস্কি।

ইউক্রেনের নেতা আরও বলেন, ভুল স্বীকার না করার জন্য রাশিয়া নতুন নতুন ভুল করেছে। জেলেনস্কি বলেন, ‘তাদের হাতে নিজেদের কোনো রাজনৈতিক হাতিয়ার ছিল না। (এরপরেও) অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা ছাড়তে নারাজ রাশিয়া এ যুদ্ধ বাধিয়েছে।’

‘এ সবই কাপুরুষতার ফলাফল’, যোগ করেন জেলেনস্কি।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর