ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

করোনার কাঁধেই দোষ চাপালেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী!
অনলাইন ডেস্ক
মাহিন্দা রাজাপাকসে

করোনা প্রতিরোধে দেওয়া লকাউনের ফলে বিদেশি মুদ্রার রিজার্ভ শেষ হয়ে গেছে, সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একথা বলেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

জ্বালানি ও খাবার সঙ্কট, মুদ্রাস্ফীতি, লোডশেডিং নানা সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। জরুরি ওষুধের সঙ্কটও দেশটিতে প্রকট আকার ধারণ করেছে। ১৯৪৮ সালের পর এমন দুরবস্থায় পড়েনি লঙ্কানরা।

এই সঙ্কট কেন সেটা জানাতে গিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, ‘মহামারীর পর থেকেই আমরা এই সঙ্কটে পড়েছি। দেশের অর্থনীতি নিম্নমুখী হচ্ছে জেনেও আমরা লকডাউন দিয়েছি। যে কারণেই আমাদের বিদেশি মুদ্রার রিজার্ভ ফুরিয়ে গেছে।’

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যুদ্ধে জয়ের পর (তামিল টাইগারদের বিপক্ষে) ২০১০ সালে আমরা নির্বাচনে জিতেছিলাম। জনগণ সেই কথা ভুলে গেছে। কিন্তু আমার মনে আছে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আগামীতে কোনও লোডশেডিং থাকবে না। আমরা বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাব করেছিলাম, তবে আগের সরকার তাতে রাজি হয়নি। এই দায় তাদের।’  

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর