ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিবিসির প্রতিবেদন
পশ্চিমাদের ‘অপ্রত্যাশিত পরিণতির’ হুমকি দিল রাশিয়া
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্ররা ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখলে 'অপ্রত্যাশিত পরিণতির' ব্যাপারে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কোর এক আনুষ্ঠানিক কূটনৈতিক নোটে এ হুমকি দেওয়া হয়েছে।

দুই পাতার ওই কূটনৈতিক নোটটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে পৌঁছে দিয়েছে ওয়াশিংটনের রুশ দূতাবাস। তাতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সামরিক জোটের সরবরাহ করা অস্ত্র ইউক্রেন সংঘাতে ‘জ্বালানি যোগাচ্ছে’।

এটি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের 'অপ্রত্যাশিত পরিণতি' হতে পারে বলে সতর্ক করে দিয়েছে রুশ কূটনীতিকরা।

জানা গেছে, গত মঙ্গলবার ওই কূটনৈতিক নোটটি পাঠানো হয়েছে। সেদিন ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন সামরিক সহায়তা প্যাকেজ দেওয়ার খবর ছড়িয়ে পড়তে শুরু করে। জো বাইডেন ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদনও করেন।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর