ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাশিয়ার হুঁশিয়ার, তবুও আত্মসমর্পণ করেনি মারিওপোলে যুদ্ধ করা ইউক্রেন সেনারা
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

মারিওপোলের যুদ্ধ করা ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের জন্য রাশিয়ার বেঁধে দেওয়া সময় সীমা শেষ হয়ে গেছে। তবে এখনও ইউক্রেনের পক্ষ থেকে আত্মসমর্পণের কোনও হদিস পাওয়া যায়নি।

যদিও রাশিয়ার সেনারা চারপাশ থেকে মারিওপোলে থাকা ইউক্রেনীয় যোদ্ধাদের ঘিরে রেখেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আজোভস্তাল স্টিল প্লান্টে আটকে পড়া মেরিন কমান্ডার সেরহি ভেলিনা এক ভিডিও বার্তায় বলেছেন, ‘এটা বিশ্বের জন্য আমাদের শেষ বার্তা, চিরদিনের জন্য হয়তো এটাই আমাদের শেষ।’

তিনি জানিয়েছেন, তার সেনারা আত্মসমর্পণ করবে না, তবে তিনি আন্তর্জাতিক মহলের সহযোগিতা চেয়েছেন।    এই কমান্ডার জানিয়েছেন, ৫০০ আহত সেনা ও শত শত নারী ও শিশু তাদের সাথে ওই শিল্প এলাকায় আশ্রয়ে আছেন। 

সূত্র: বিবিসি বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর