ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাসিন্দাদের মারিওপোল ছাড়তে বললেন শহরটির মেয়র
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

মারিওপোল ও ঝাপোরিঝিয়া মধ্যে উদ্ধার করিডোর ঘোষণা করেছেন মারিওপোলের মেয়র ভাদিম বয়শেঙ্কো। তিনি জানিয়েছেন, বাসিন্দারা তাগানরঙসকায়া সড়ক থেকে বাসে উঠেতে পারবেন, চাইলে আজোভস্তল স্টিল প্ল্যান্টের কাছেও তারা থামতে পারবেন। যেখানে ইউক্রেনের সেনাসহ শত শত মানুষ আশ্রয় নিয়েছেন।

ভাদিম বয়শেঙ্কো বলেন, ‘এই অবিশ্বাস্য কঠিন সময়ে আপনারা অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। আপনার তথ্য শূন্যতায় ভুগছেন, কোনও তথ্যে প্রবেশের অবস্থা আপনাদের নেই।’

মারিওপোলে স্টিল প্ল্যান্ট এলাকায় থাকা ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের জন্য রাশিয়ার বেঁধে দেওয়া সময় শেষ হয়েছে। যদিও সেখানকার ইউক্রেনীয় মেরিন কমান্ডার জানিয়েছে, তার সেনারা আত্মসমর্পণ করছে না। 

সূত্র: বিবিসি বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর