ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মারিওপোলে অবরুদ্ধ ইউক্রেন সেনাদের জন্য রাশিয়ার একটাই শর্ত
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

বন্দরনগরী মারিওপোলের আজোভস্তাল স্টিল প্ল্যান্টে অবরুদ্ধ থাকা ইউক্রেন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য বের হওয়ার ব্যবস্থা করতে যেকোনো সময় প্রস্তুত আছে রাশিয়া। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মন্ত্রণালটি জানিয়েছে, ইউক্রেনের সেনারা যদি আত্মসমর্পণ করে তবে তারা স্টিল প্ল্যান্ট এলাকায় মানবিক যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।

মন্ত্রণালয়টি বলেছে, ‘আমরা আরও একবার ঘোষণা করছি, রাশিয়া যেকোনও সময় সাধারণদের উদ্ধারের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করতে প্রস্তুত আছে। সেই যুদ্ধবিরতির শুরু হবে সাদা পতাকা উত্তোলন করে।’ 

তবে ইউক্রেন এখনও রাশিয়ার এই কথায় কোন প্রতিক্রিয়া জানায়নি। 

গতকাল বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সেনাদের ওই স্টিল প্ল্যান্ট এলাকা পুরোপুরি বন্ধ করে দেওয়ার আদেশ দেন। 

 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর