ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাকিস্তানের ‘সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী’ বিলাওয়াল?
অনলাইন ডেস্ক
বিলাওয়াল ভুট্টো-জারদারি।

অবশেষে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি-পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভায় বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রীর পদ পেতে যাচ্ছে, সেটা আগে থেকেই অনেকটা নির্ধারিত।

তবে জোটের শরিকদের সাথে হিসেব-নিকেশ না মেলায় প্রথম ও দ্বিতীয় দফায় শপথ নেননি বিলাওয়াল। লন্ডনে মুসলিম লিগ-নওয়াজের শীর্ষ নেতা নওয়াজ শরীফের সাথে বৈঠকের পর বিলাওয়াল শপথ নেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রেসিডেন্ট আরিফ আলভি বিলাওয়ালকে শপথ পরিয়েছেন। এসময় তার উপস্থিত ছিলেন শাহবাজ ও কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। 

ভাইকে অভিনন্দন জানিয়ে আসিফা ভুট্টো জারদারি টুইটারে বলেন, ‘পাকিস্তানের ইতিহাসে সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল অভিনন্দন। কাজটা অনেক কঠিন, আগের সরকার আমাদের আন্তর্জাতিক অবস্থান খারাপ করে দিয়ে গেছে। তবে তুমি আমাদের দেশ পুনঃরায় গড়তে পারবে, তাতে আমাদের কোনও সন্দেহ নেই। দল ও পরিবার তোমার জন্য গর্বিত।’

সূত্র: জিও টিভি বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর