ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সার্কিট হাউসে ‘ইঁদুরের কামড়’, হাসপাতালে ভর্তি ভারতীয় মন্ত্রী
অনলাইন ডেস্ক
গিরীশ চন্দ্র যাদব

ইঁদুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এক মন্ত্রী। তার নাম গিরীশ চন্দ্র যাদব। তিনি ওই রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী।

জানা গেছে, গিরীশ চন্দ্র যাদব মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের অবস্থা সরেজমিনে দেখতে বেরিয়ে অবস্থান করছিলেন সার্কিট হাউসে। কিন্তু সেখানে ‘ইঁদুরে কামড়’ খেতে হলো তাকে। পরে তাকে হাসপাতালেও ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যোগীর নির্দেশে রাজ্যের অবস্থা পরিদর্শনে উত্তরপ্রদেশের বান্দা জেলা সফরে গিয়েছিলেন গিরীশ চন্দ্র।

সেখানে মাওয়াই বাইপাসের পাশে একটি সার্কিট হাউসে উঠেছিলেন তিনি। শেষরাতে আচমকা হাতে কিছু একটা তাকে কামড় দিয়েছে বলে টের পান। পরে সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে।

বান্দা জেলা হাসপাতালের সিএমও ডা. এস এন মিশ্র বলেছেন, সোমবার রাত তিনটার দিকে হাতে পোকামাকড় জাতীয় কিছু একটা কামড়িয়েছে বলে অনুভব করেন মন্ত্রী। পরে তাকে জেলা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নেওয়া হয়।

তিনি আরও বলেন, পরীক্ষা করে মন্ত্রীর ডান হাতের আঙুলে ইঁদুর বা ছুঁচোর কামড়ের দাগ দেখা যায়। সার্কিট হাউসটি জঙ্গলের কাছে হওয়ার ফলে মন্ত্রী ভয় পেয়েছিলেন, কোনও বিষাক্ত পোকামাকড় কামড় দিয়েছে কি না! তবে তিনি বিপদমুক্ত, ভালো আছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাম্প্রতিক নির্দেশনা মেনেই বান্দা সফরে গিয়েছিলেন গিরিশ। তৃণমূল পর্যায়ে সরকারি কাজকর্ম কেমন চলছে, সে ব্যাপারে খোঁজ-খবর নিতেই মূলত মন্ত্রীদের জেলায় জেলায় যাওয়ার নির্দেশ দেন যোগী। এছাড়া সফর থেকে ফিরে তাদের মূল্যায়নও দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে।

সংবাদমাধ্যমের দাবি, জেলা সফরে গিয়ে মন্ত্রীরা কোনও অবস্থাতেই হোটেলে না ওঠার নির্দেশনা রয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কারণ তাদের সরকারি দায়িত্ব পালন করতে হবে সরকারি লজ, সার্কিট হাউসে থেকেই। আর যোগীর এই নির্দেশ মানতে গিয়েই হাতে ইঁদুরের কামড় খেতে হল মন্ত্রীকে। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর