ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইকুয়েডরে কারাগারে সংঘর্ষে নিহত ৪৩
অনলাইন ডেস্ক

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের বেলাভিস্তা নামক কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে ৪৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কারাগারের ১০৮ বন্দীর খোঁজ মিলছে না।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার সকালের দিকে দেশটির সান্তো ডোমিঙ্গো ডি লস কলোরাডোস শহরের কারাগারে সংঘর্ষ হয়। রাজধানী কুইটো থেকে শহরটি প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। কারাগারে লস লোবোস ও আর-৭ নামের বিরোধী দুটি গ্যাংয়ের বন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ইকুয়েডরের সরকারি কৌঁসুলির কার্যালয়ের তথ্য অনুসারে, ৪৩ জন বন্দী নিহত হয়েছেন।

দেশটির পুলিশ প্রধান ফাউস্তো সালিনাস সাংবাদিকদের বলেন, দাঙ্গার ঘটনায় সময় পলাতক কারাগারের ১১২ বন্দীকে আটক করে ফিরিয়ে আনা হয়েছে। এখনো ১০৮ বন্দীর খোঁজ পাওয়া যাচ্ছে না।

কলম্বো এবং পেরুর মধ্যে অবস্থিত ইকুয়েডর বিশ্বের উল্লেখযোগ্য কোকেন উৎপাদনকারী দেশ। দেশটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপে মাদক পাচারের অন্যতম প্রধান রুট। সোমবারের ঘটনার পূর্বে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির কারাগারে দাঙ্গায় অন্তত ৩৫০ জন বন্দী নিহত হয়েছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর