ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইসরায়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার সাংবাদিক নিহত
অনলাইন ডেস্ক
আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলে

ইসরায়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলে প্রাণ হারিয়েছেন। ইসরায়েল দখলকৃত ফিলিস্তিনের ভূখণ্ড পশ্চিম তীরে তাকে গুলি করে হত্যা করা হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও আল জাজিরার সাংবাদিকরা বলেছেন, শিরীন পশ্চিম তীরের উত্তরে জেনিন শহরে ইসরায়েলের রেইডের বিষয়ে খবর সংগ্রহ করছিলেন। ওই সময় গুলি এসে তার শরীরে লাগে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলেও তাকে বাঁচানো যায়নি।

২০০০ সাল থেকে আল জাজিরায় কর্মরত ছিলেন শিরীন। তার মাথায় গুলি লেগেছিল বলে জানা গেছে। ঘটনার সময় তার গায়ে সাংবাদিকদের জন্য নির্ধারিত ভেস্ট ছিল।

যুক্তরাজ্যে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলট এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, শিরীন খ্যাতনামা ফিলিস্তিনি সাংবাদিক ছিলেন। জেনিন শহরে চালানো বর্বরতার বিষয়ে খবর সংগ্রহের সময় ইসরায়েলের দখলদার বাহিনী তাকে হত্যা করেছে। 

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর