ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আকলেহ হত্যার পূর্ব মুহূর্তের বর্ণনা দিলেন আরেক সাংবাদিক
অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহত হয়েছেন। সাংবাদিক আবু আকলেহকে টার্গেট করার আগ মুহূর্তের ঘটনা বর্ণনা করেছেন আরেকজন সাংবাদিক। এই সাংবাদিকও আবু আকলেহের সঙ্গে একই গাড়িতে যাচ্ছিলেন।

সংবাদমাধ্যম আল জাজিরাকে ওই সাংবাদিক জানিয়েছেন, গুলি করে হত্যা করতে ইসরায়েলি বাহিনী নাছোড় ছিল।

হানাইসা নামে ওই সাংবাদিক বলেন, আমরা সবাই হেলমেট এবং ভেস্ট পরছিলাম। আমরা  চারজন  উন্মুক্ত এলাকায় ছিলাম। ফিলিস্তিনি যোদ্ধারা কোনো গুলি চালায়নি কিংবা কোনো সংঘাতও ছিল না।   

তাদের সামনে ইসরায়েলি বাহিনী অবস্থান করছিল এবং পেছনে দেয়াল ছিল উল্লেখ করে হানাইসা বলেন, আবু  আকলেহ ঢলে পড়ার পরও তারা গুলি থামায়নি। গুলির কারণে তিনি তাকে টেনে তুলতে সক্ষম হননি বলেও জানান।  সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর