ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কেন চীনের প্রেসিডেন্টের সাহায্য চেয়েছে ইউক্রেনীয় সেনাদের পরিবার?
অনলাইন ডেস্ক
স্টিল প্ল্যান্টে আটকে থাকা ইউক্রেনের দুই আহত সেনা।-ফাইল ছবি

বন্দরনগরী মারিওপোলের আজস্তাল স্টিল প্ল্যান্টে আটকে থাকা ইউক্রেনীয় সেনাদের পরিবার এবার নিরুপায় হয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে সাহায্য চেয়েছে। তারা আটকে পড়া সেনাদের জীবনরক্ষা করতে চীনা প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।

তারা বলেছেন, জিনপিংই বিশ্বের একমাত্র নেতা মস্কো (রাশিয়া) যার কথা শুনবে।

গতকাল শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে পাঁচ সেনার স্ত্রী ও এক সেনার বাবা এই আহ্বান জানান। 

আটকে পড়া এক সেনার বাবা স্টাভর ভিচানিয়াক বলেন, ‘বিশ্বের একমাত্র মানুষ যার কাছে আমরা একথা বলতে পারি, তিনি চীনের নেতা। চীন রাশিয়া ও ব্যক্তিগতভাবে পুতিনকে প্রভাবিত করতে পারা দেশগুলোর মধ্যে অন্যতম। আমার তাকে (জিনপিং) হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছি।’ 

আটকে থাকা এক সেনার স্ত্রী নাতালিয়া জারিতস্কা বলেন, ‘পৃথিবীতে এখনও একজন মানুষ আছেন, যাকে পুতিন সহজে না বলতে পারবেন না।’ তাই জিনপিংকে সেনাদের জীবন রক্ষার মিশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।  

 

সূত্র: আল জাজিরা, টাইমস অব মাল্টা

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর