ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

প্রেসিডেন্টসহ বেলারুশের ২৭ নেতার বিরুদ্ধে নিউজিল্যান্ডের নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
আলেকজান্ডার লুকাশেঙ্কোর ছবির উপর আল-জাজিরার নিউজের কিছু অংশের স্ক্রিনশট

রাশিয়ার ইউক্রেন অভিযানে সমর্থন দেওয়ার অভিযোগে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো,কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তাসহ ২৭ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল নিউজিল্যান্ড।

সোমবার নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানিয়া মাহুতা বলেছেন, “বেলারুশিয়ান সরকারের সামরিক বাহিনী ইউক্রেনের সার্বভৌমত্বের উপর অবৈধ এবং অগ্রহণযোগ্য অভিযানকে সহায়তা করছে।”

এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ব্যক্তিরা নিউজিল্যান্ড ভ্রমণ করতে পারবেন না, তাদের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত বিমান বা জাহাজ নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবে না, দেশটিতে তারা কোনও সম্পদও রাখতে পারবেন না বা নিউজিল্যান্ডে ব্যবসা করতে পারবেন না। সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর