ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কিউবার ওপর নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সিনেটর বব মেনেনডেজ

কিউবার নাগরিকদের ওপর আরোপ করা ভিসা নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দুই দেশে থাকা পরিবারের সদস্যরা একে অন্যকে রেমিট্যান্স পাঠাতে পারবেন।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এসব তথ্য জানিয়েছে।

বিবিসি ও আল জাজিরার খবরে বলা হয়েছে, কিউবার নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই নিষেধাজ্ঞা শিথিলের কথা জানিয়ে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়, কিউবার নাগরিকেরা ভয়ংকর মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের নীতি হলো, দেশটির নাগরিকদের ক্ষমতায়নে সাহায্য করা।

ট্রাম্পের আমলে আরোপিত নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কিউবার কোনো নাগরিক দেশে পরিবারে জন্য প্রতি তিন মাসে এক হাজার মার্কিন ডলার পাঠাতে পারতেন না। এই সীমা তুলে দেওয়া হচ্ছে।  একই সঙ্গে কিউবার শিক্ষা ও গবেষণা ক্ষেত্রেও সহায়তা করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র।

খবরে বলা হয়েছে, মার্কিন সরকারের এসব পদক্ষেপের কারণে কিউবার হাভানায় যুক্তরাষ্ট্রের কনস্যুলেট থেকে নাগরিকদের ভিসা পাওয়া সহজতর হবে। কিউবার নাগরিকদের জন্য অধিকাংশ ভিসা লাতিন আমেরিকার আরেক দেশ গায়ানা থেকে ইস্যু করা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর